ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

এবার হজের খরচ বাড়ার ইঙ্গিত ধর্ম প্রতিমন্ত্রীর

এবার হজের খরচ বাড়ার ইঙ্গিত দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তেলের দাম বৃদ্ধি ও হজ পালনকারীদের ঘুমের সুবিধা করে দেওয়ায় এ খরচ বাড়ছে বলে জানান তিনি। শনিবার (৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।


ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মিনায় ৩ দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এ বছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।


এ বছর হজযাত্রীর সংখ্যা কত হতে পারে তা তিনি বলেননি। তবে তা ঠিক করতে আজ একটি সভা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।


এর আগে ঢাকার আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বক্তব্য দেন।

ads

Our Facebook Page